সিউল: উত্তর কোরিয়া বুধবার পরমাণু সংক্রান্ত আলোচনায় বসতে রাজি হয়েছে। তৃতীয়বারের মত পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
উত্তর কোরিয়া বলছে তারা ছয় জাতি অস্ত্র বিরতি আলোচনায় বসতে রাজি। তবে তবে যুক্তরাষ্ট্র এবং কিছু দেশ আলোচনায় বসার জন্য প্রস্তুত নয়।
দক্ষিণ কোরিয়ার সরকারের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার কার্যক্রমে মনে হচ্ছে তারা খুব শিগগিরই পরমাণু পরীক্ষা চালাবে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পত্রিকা ‘চুসান ইলবো’ জানায় মেরিন স্যাটেলাইট পর্যবেক্ষন করেছে সেনাদের এবং তাদের গাড়ির বহর যেখানে উত্তর কোরিয়া ২০০৬ ও ২০০৯ সালে প্রথম ও দ্বিতীয়বারের মত পরমাণু পরীক্ষা চালায়।
সূত্র আরও জানায়, উত্তর কোরিয়া খুব দ্রুত, এমনকি তিন মাসের মধ্যেই ওই পরীক্ষা চালাতে পারে।
দক্ষিণ কেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উত্তর কোরিয়া কৌশলগত ভাবে এগুচ্ছে। তাদের নিয়মিত কার্যক্রমের পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যাচ্ছে।
চুসান ইলবোর ওই প্রতিবেদনে আরও জানায়, সিউল আগামী মাসের বিশ্ব নেতাদের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সম্মেলনে অংশনিতে বারাক ওবামাও আসবেন।
দুই কোরিয়া, যুক্তরাজ্য, চীন, জাপান এবং রাশিয়া নিয়ে ছয় জাতির ফোরাম গঠন হয় ২০০৩ সালে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৩ ঘন্টা, অক্টোবর ২১, ২০১০