ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এডিবি-বিশ্বব্যাংকের ঋণসহায়তা প্রত্যাখ্যান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ২১, ২০১০
এডিবি-বিশ্বব্যাংকের ঋণসহায়তা প্রত্যাখ্যান পাকিস্তানের

ইসলামাবাদ: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র ২০০ কোটি ও বিশ্বব্যাংকের ১০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সরকার।

ইসলামাবাদ সিদ্ধান্ত নিয়েছে, প্রলঙ্করী বন্যায় ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে এখন তারা দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করবে।

অবকাঠামো পুনর্নির্মাণের জন্য এডিবি ও বিশ্বব্যাংক ঋণসহায়তার এই প্রস্তাব দিয়েছিলো।

নিউজ ইন্টারন্যাশনাল নামের সংবাদামাধ্যম জানিয়েছে, এতে বিশেষ করে এডিবি অত্যন্ত আশ্চর্য হয়েছে।

অর্থমন্ত্রী হাফিজ এ. শেখ উভয় সংস্থার কাছেই জানিয়েছেন যে, দেশের অবকাঠামো উন্নয়নে সরকার তাদের ঋণ নিতে আগ্রহী নয়।

চলতি বছর ভয়াবহ বন্যায় পাকিস্তানে সরকারি অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দুই কোটি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১৭০০ লোক।

অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে একটি সূত্র জানিয়েছে, ‘অবকাঠামো পুনর্নির্মাণের ব্যাপারটা যেহেতু আলোচনায় এসেছে, সেেেত্র বলা যায় সরকার নিজস্ব সম্পদ ব্যবহার করেই তা করবে। ’

পাকিস্তানে এডিবির কর্মকর্তা ইসমাইল খান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।