ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিজাব নিয়ে বিরোধের জেরে স্কুল বাস ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
হিজাব নিয়ে বিরোধের জেরে স্কুল বাস ব্যবহারে নিষেধাজ্ঞা

সিডনি: সহপাঠীর সঙ্গে হিজাব নিয়ে দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়ার ৬ বছর বয়সী এক মুসলিম শিক্ষার্থীর স্কুল বাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে এ তথ্য প্রকাশ করা হয়।



হিজাব পরা নিয়ে স্কুল বাসে এক সহপাঠীর প্রশ্নের মুখোমুখি হলে ছয় বছরের মেয়েটি ুব্দ প্রতিক্রিয়া দেখায়।

প্রতিবেদনে বলা হয়, মেয়েটিকে এক সহপাঠী বার বার হিজাব খুলে ফেলতে বলে। এর প্রতিক্রিয়ায় মেয়েটি তার সহপাঠীর ট্রাইজার টেনে নামিয়ে দেয়।

এ আচরণের শাস্তি হিসেবে ১০ দিন বাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে এখন স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন ৬০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।  

মেয়েটির বাবা ইরানের একজন অভিবাসী।

এদিকে মেয়েটির মা লোরেইনি গেরাসিমোপোলোস সংবাদপত্রটিকে বলেন, ‘তার বয়স মাত্র ছয় বছর। এটা একটি নিষ্ঠুর সিদ্ধান্ত। আমরা একটি সতর্কতামূলক বার্তা আশা করেছিলাম যেন একসঙ্গে বসে এ বিষয়ে কথা বলতে পারি। কিন্তু তারা তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ’

এদিকে তার আচরণের ব্যাখ্যা দিয়ে ছোট মেয়েটি বলে, ‘তাদের ঠাট্টা করার বিষয়টি একইসঙ্গে আমাকে দুঃখিত ও রাগাম্বি^ত করে। ’

অতি সম্প্রতি সিডনির আইনপ্রণেতারা বড় আকারে বোরকা ব্যবহার নিষিদ্ধ করার আবেদন বাতিল করে। এর কিছুদিন পরই এ ঘটনা ঘটলো।

এদিকে ফ্রান্সে সম্প্রতি বোরকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।