ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে ৪ লাখ ৯০হজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
ব্রিটেনে ৪ লাখ ৯০হজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ব্রিটেন: ব্রিটেন আগামী চার বছরের মধ্যে সরকারি কর্মসংস্থান খাত থেকে ৪ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করবে। দেশে বিদ্যমান রেকর্ড পরিমাণ ঘাটতি কমাতে কঠোর নিয়মের আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।



দেশে অর্থের অভাব দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে দেশটির অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন বুধবার জানান।

তিনি বলেন, ‘আজ থেকে ব্রিটেন আবারও ঘুরে দাঁড়াবে। এটা কঠিন হলেও তা আমাদের সফল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ’

২০১৫ সালের মধ্যে কর্মী ছাঁটাইয়ের কাজ শুরুর প্রয়োজনীয় ব্যয়ের ১৩০ বিলিয়ন ডলারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরমধ্য দিয়ে আগামী পাঁচ বছরে বিদ্যমান জিডিপি’র ১১ শতাংশ ঘাটতির অন্তত দুই শতাংশ দূর করা সম্ভব হবে।

তবে এর বাস্তবায়নের ফলে শিশু ও বয়স্ক ভাতার মত জনকল্যাণমূলক খাতে প্রভাব পড়বে।

সেপ্টেম্বরে সরকারি খাতে রেকর্ড পরিমাণ ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হওয়ার তথ্য প্রকাশিত হলে এ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে এর প্রতিবাদে বুধবার বিকালে ছোট ছোট বিক্ষোভসহ বড় আকারের পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রতিবাদকারীরা এ সিদ্ধান্তের জন্য বর্তমান জোট সরকারের পরিবর্তে বিগত লেবার সরকারকেই দোষারোপ করেন বলে আল-জাজিরার লন্ডন প্রতিনিধি নাজানিনে মোশিরি জানান।

এদিকে ব্রিটেনের এ পদক্ষেপকে সমর্থণ জানিয়ে কর্মী ছাঁটাইকে ‘অপরিহার্য’ অস্ত্র বলে উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

কিন্তু এ সিদ্ধান্ত ব্রিটেনকে আবারও অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যাবে বলে কিছু অর্থনীতিবিদ সতর্ক করে দেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪:০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।