রেনো: সাড়ে ৪৮ ইঞ্চি লম্বা বিড়াল আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে লম্বা বিড়ালের স্বীকৃতি পেয়েছে। গিনিজ বিশ্ব রেকর্ডেও স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের এক নারীর ওই বিড়ালটি।
স্টুই নামের পাঁচ বছর বয়সী বিড়ালটির রেকর্ড বইয়ে স্থান করে নেওয়ার স্বীকৃতি হিসেবে গত সপ্তাহে এর মালিক রবিন হেনড্রিকসনকে একটি সনদ দেওয়া হয়।
গত আগস্টে মেইনি জাতের ওই বিড়ালটিকে শেষবারের মত মাপা হয়।
রেকর্ডের জন্য ২০০৮ সালের জুলাইয়ে স্টুইকে প্রথমবার নিয়ে যাওয়া হয় বলে হেনড্রিকসন জানান। সে সময় তার নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিলো ৪৭ ইঞ্চি। কিন্তু তখন লিউ নামের আরেক বিড়ালের কাছে হেরে যায় সে।
এদিকে স্টুইয়ের এ সাফল্যকে ইতিবাচকভাবে কাজে লাগানোর অভিনব এক উপায় বের করেছেন এর মালিক।
তিনি বলেন, ‘সে তার গুণগুলো ধরে রাখবে বলেও আমি আশা করছি। তবে বিড়ালের খাবারের মোড়কে তার ছবি বা বিড়ালদের নিয়ে অনুষ্ঠানের আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি খারাপ হয়না। ’
‘এমনকি সারা বিশ্বে স্টুইয়ের নাম ছড়িয়ে পড়লে তা হবে আরও আনন্দদায়ক ঘটনা। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০