ওয়াশিংটন: চন্দ্রপৃষ্ঠে কেবল পানিই নয়, সিলভার ও কার্বন-ডাই-অক্সাইডের সমৃদ্ধ মিশ্র উপাদানও রয়েছে। বৃহস্পতিবার জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
সায়েন্স নামের একটি জার্নালে প্রকাশিত এ তথ্য জানানো হয়েছে। গত বছর মহাকাশ সংস্থা নাসা পরিচালিত এলসিআরএসএস মহাকাশযানের সাহায্যে চাঁদে অনুসন্ধান চালানো হয়।
ওই অভিযানের পর ইতোমধ্যে জানানো হয়েছে যে, যা আশা করা হয়েছিলো তার চেয়ে চাঁদের গর্তে বেশি পানি রয়েছে।
বৃহস্পতিবার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদে হাইড্রোকার্বন, সালফারবাহি প্রাণ ও কার্বন-ডাই-অক্সাইড পাওয়া গেছে।
নাসার অনুসন্ধানের ল্যমাত্রা ১০০ কিলোমিটার প্রশস্ত অঞ্চল ও গর্তের ৪ কিলোমিটার গভীরতা পর্যন্ত। ৫৮৫ কেজি ওজনের মহাকাশযান চাঁদের ওপর আছড়ে পড়ে প্রায় দুই মিটার গভীর গর্ত সৃষ্টি করে।
অনেক গুরুত্বপূর্ণ টেলিস্কোপ পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান রয়েছে। চাঁদের দণি মেরুর কাবেউস গর্ত থেকে তথ্য আরোহনই এগুলোর ল্য।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০