ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পিএইচডি নিতে শতবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
পিএইচডি নিতে শতবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি

কলকাতা: ভারতের এক শতবর্ষী ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি বলেছেন ‘বিদ্যাঅর্জনের জন্য এখনো বুড়ো হয়ে যাননি।



গত সপ্তাহে ছিল ভোলারাম দাসের জন্মদিন। দিনটিকে স্মরণে রাখতে তিনি উত্তর-পূর্ব আসাম রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ভোলারাম বলেন, ‘আমার ছেলে যদি ৫৫ বছর বয়সে পিএইচডি ডিগ্রি নিতে পারে, তবে আমি কেন তা ১০০ বছরে নিতে পারবো না। ’

তিনি বলেন, ‘অনেক দিন পর পড়াশুনায় ফিরতে পেরে তিনি আনন্দিত। ১৯৩০এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর থেকেই আমার ইচ্ছে ছিল পিএইচডি করার। কিন্তু তখন তা করতে পারিনি।
আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম। জেল খেটেছি। পরে চাকরিতে ঢুকে পড়েছি। তাই পিএইচডি নেওয়া হয়নি। ’

ডক্টরেট ডিগ্রি পেতে তাকে বিভিন্ন স্থানে যেতে হবে, সাক্ষাতকার নিতে নিবে এবং শেষে থিসিস লিখতে হবে।

১৯৩০ সালে ১৯ বছর বয়সে ভোলারাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করায় জেল খেটেছেন। তিনি শিক্ষকতা, আইনপেশা এবং বিচারক হিসেবে কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি পেশা থেকে অবসর নেন।

ভোলারাম বলেন তার নামের আগে ডক্টর শব্দটি যোগ হবে এটাই তার কাছে অনেক আনন্দের।

বাংলাদেশ সময়: ২২০৫ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।