ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটন শুক্রবার ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশে উইকিলিসের ঘোষণার সমালোচনা করেছেন। তিনি বলেনএসব গোপন দলিল প্রকাশ করলে মার্কিন সেনা এবং অন্যরা যারা এর সঙ্গে জড়িত আছেন তারা বিপদে পড়বেন।
উইকিলিকিস শনিবার সকালে দলিল প্রকাশের কথা বললেও এর আগেই তারা তা প্রকাশ করে।
হিলারি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি, একই সঙ্গে যারা নিরাপত্তার সঙ্গে জড়িত তারাও নিরাপত্তার ঝুঁকিতে পড়বে।
গত জুলাইয়ে উইকিলিকস আফগান যুদ্ধের ওপর ৯০ হাজার দলিল প্রকাশ করে। এতে পেন্টাগন উইকিলিকসের ওপর ুব্দ হয়। এর মধ্যে অল্প কিছু তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৭ঘণ্টা, অক্টোবর ২৩,২০১০