বেইজিং: চীনে জনপরিবহনে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে। সিনহুয়ার প্রতিবেদনে একথা জানানো হয়।
এছাড়া ভিক্ষা করা, মদ্যপান এবং কোনো পোষা প্রাণী বাসে এবং পাতাল রেলে বহন করাও নিষিদ্ধ হচ্ছে। খসড়া আইনে জনপরিবহণের নির্মাণ, পরিচালনা এবং নিরাপত্তার বিষয়ে নতুন করে পরিকল্পনা করা হয়েছে।
শহরের জনপরিবহনের উন্নয়নে ব্যয় বাড়ানোর প্রস্তাব রয়েছে নতুন ওই খসড়া আইনে।
বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, অক্টোবর ২৩,২০১০