প্যারিস: ফ্রান্সের সিনেট শুক্রবার অবসরের বয়সসীমা বিষয়ক সংস্কার আইনের অনুমোদন দিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারীর প্রতিবাদ অগ্রাহ্য করে ১৭৭-১৫৩ ভোটে আইনটি সিনেটে অনুমোন পায়।
সিনেট ও জাতীয় সভার মতবিনিময় কমিটি আইনের বিদ্যমান পার্থক্য মীমাংসার জন্য আগামী সপ্তাহের প্রথমে বৈঠকে বসবে। সাতজন সিনেট ও সংসদের সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে মতবিনিময় কমিটির প্রস্তাবিত আইনের পক্ষে বা বিপক্ষে এসময় প্রতিটি কক্ষ ভোট দিবে। তবে মঙ্গলবার বা বুধবারের প্রথম প্রহরে সংস্কার বিলের চূড়ান্ত ভোট গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
সিনেট ও জাতীয় সভা উভয়ই তখন ভোট দেবে বলে সিনেটের এক মুখপাত্র জানান।
১৯৫৮ সালের পর এটা সবচেয়ে বিতর্কিত একক কোনো আইন বলে শ্রমমন্ত্রী ইরিক ওয়ার্থ জানান।
এদিকে অবসরের সর্বনিম্ন বয়সসীমা ৬০ থেকে ৬২তে উন্নীত করার প্রতিবাদ করে ফ্রান্সের হাজার হাজার জনগণ। এসময় তারা তেল শোধনাগার অবরোধ করাসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
তবে অর্থের অপচয় রোধে এ সংস্কার প্রয়োজন বলে বিক্ষোভকারীদের দাবি বাতিল করে দেয় সরকার।
ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লেগার্ডে বলেন, বর্তমানে দেশের পক্ষে আর ধার করে ক্রমাগতভাবে অবসরে যাওয়া ব্যক্তি ও অন্যান্যদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
আগামী বছরের মধ্যে দেশজ উৎপাদনের বিদ্যমান ৮ শতাংশ ঘাটতি কমিয়ে ৬ শতাংশ করার উচ্চবিলাসি পরিকল্পনার ঘোষণা দেয় সরকার।
এদিকে গত সেপ্টেম্বরে ৩২৯ টি ভোট দিয়ে বিলটি পাশ করে সংসদের নিম্ন কক্ষ।
এরপর থেকেই লাখ লাখ মানুষ এর প্রতিবাদ শুরু করে।
একই সঙ্গে ফ্রান্সের প্রধান ছয়টি ইউনিয়ন ২৮ অক্টোবর ও ৬ নভেম্বর সারা দেশে আরও বড় আকারের প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০