ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মেগি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
এবার চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মেগি’

বেইজিং: চীনের দক্ষিণপূর্বাঞ্চলে শনিবার ঘূর্ণিঝড় ‘মেগি’ আঘাত হেনেছে। উপদ্রুত এলাকা থেকে ২ লাখ ৭০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে ৭৯টি বিমান ফাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া একথা জানায়।

ফিলিপাইন ও তাইওয়ানে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ৩৯ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঝড়টি চীনে আঘাত করলো।

সিনহুয়া জানায়, চীনে চলতি বছর এটি ১৩তম ঝড়। শনিবার বিকালে ফুজিয়ান রাজ্যের ঝেনগাও শহরে ১৪০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত করে।

এটি গত ২০ বছরের মধ্যে সবচেয়ে চীনের সবচেয়ে শক্তিশালী ঝড়। উপদ্রুত এলাকাথেকে মাঝধরা নৌযানগুলোকে আগেই নিরাপদ স্থানে সড়ে যেতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার ঘূর্ণিঝড় মেগি হংকং অতিক্রম করে। এছাড়া চলতি সপ্তাহে তাইওয়ান ও ফিলিপাইনেও ঝড়টি আঘাত হানে।

এদিকে গতসপ্তাহে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ভূমিধস ও ভাড়ী বর্ষণে ফিলিপাইনে ২৬জন এবং তাইওয়ানে ১৩জন নিহত হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

তাইওয়ানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে চীনের একটি পর্যটন বাস পানিতে পরে গেছে। উদ্ধার কর্মীরা বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে পর্যটকদের বাসের সন্ধানে অভিযান চালাচ্ছে। বাসটিতে ১৯ জন পর্যটক রয়েছেন।

মেগির আঘাতে তাইওয়ানে ৪৮ ঘণ্টায় ৪৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

এর আগে ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় মেগির আঘাতে ২৬ জন নিহত হয়েছেন। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের কারণে উঁচু দালানের সমান ঢেউয়ের তোড়ে অনেক বাড়ি এবং বিপুল পরিমাণ ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।