ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
বাহরাইনে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাহরাইন: বাহরাইনের জনগণ শনিবার পার্লামেন্টের  নিম্নকক্ষের সদস্য নির্বাচন ভোট দিয়েছেন। সাংবিধানিক রাজতন্ত্র প্রষ্ঠিার পর দেশটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  খবর বিবিসি’র।  

উপসাগরীয় বাহরাইনে  ইসলামপন্থী ও ধর্ম নিরপেক্ষদের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মুসলিম দল চায় অ্যালকোহলের পরিমাণ কমিয়ে আনতে অন্যদিকে বিরোধীরা বলছে, এই সিদ্ধান্তের ফলে বৈশিক অর্থনীতির কেন্দ্র বাহরাইন ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রভাবশালী সুন্নি মুসলিম ও শিয়া মুসলিমদের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে।

ভিন্নমতাবলম্বীদের আটক, গণমাধ্যমের উপর হস্তক্ষেপ, ইন্টারনেটের স্বাধীনতা না দেওয়া নিয়ে সরকার সমালোচিত হয়েছে।

বাহরাইনের পার্লামেন্টে মাত্র একজন নারী প্রতিনিধি রয়েছেন। পর্যবেক্ষকরা নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিè দৃষ্টি রাখছেন।

যদিও ২০০১ সাল থেকে বাহরাইনে ভোটে নারীদের অংশগ্রহনের সুযোগ দেওয়া হয়েছে। তবে মুসলিম দল নারীদের নির্বাচনে প্রার্থী হিসেবে সমর্থন করেনা।

রাজপরিবারের সদস্যরাই বাহরাইনের উচ্চকক্ষে প্রতিনিধি হয়ে থাকেন। উচ্চকক্ষ ও নিম্ন কক্ষের জন্য আইন প্রণয়ন করে। বাহরাইনের রাজা হামাদ পার্লামেন্টের নিয়মনীতি না মেনেই সব মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন।  


বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।