শিকাগো: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছেড়ে আসা সিনেট আসনটি ছিনিয়ে নিয়েছে রিপাবলিকান প্রার্থী মার্ক ক্রিক। মঙ্গলবারের নির্বাচানে এটি ওবামার সবচেয়ে বড় পরাজয়।
মাত্র দুই বছর আগে ওবামা ইলিনয়ের আসনটি ছেড়ে আসেছেন। গত চারদশক আসনটি ডেমোক্রেটদের দখলে ছিল।
নির্বাচনে ক্রিক সামান্য ব্যবধানে হারিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী অ্যালেক্সি জিয়ানোলিসকে।
ওই আসনটি ডেমোক্রাটদের জয় পাওয়াটা অনেক সহজ ছিল। তারপরও আসনটি হারালো তারা।
এদিকে পরাজয় মেনে নিয়ে ক্রিককে অভিন্দন জানিয়ে জিয়ানোলিস সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ক্রিক একজন ভালো সিনেটর হবেন। তিনি আমাদের আসনের প্রতিনিধি। ক্রিক সাধারণ মানুষের জন্য অনেক কিছু করবেন’।
এরআগে শনিবার নির্বাচনী প্রচারনায় জিয়ানোলিসকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেন ওবামা। এসময় তিনি বলেছিলেন ‘আপনারা তাকে বিশ্বাস করতে পারেন’।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০