ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্নল্ড শোয়ার্জনেগার গভর্নর পদ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
আর্নল্ড শোয়ার্জনেগার গভর্নর পদ হারালেন

লসএঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নিবাচনে ক্যালিফোর্নিয়ার গভর্নর রিপাবলিকান নেতা ও জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার হেরেছেন। দলের এতো বড় জয়ের মধ্যে তার পরাজয় খুবই তাৎপর্যপূর্ণ।

 

৭২ বছর বয়স্ক ডেমোক্রেট নেতা জেরি ব্রাউন তার স্থানটি দখন করেছেন। মার্কিন গণমাধ্যম এতথ্য জানিয়েছে।

জেরি ব্রাউন ১৯৭৫ সাল থেকে ৮৩ সাল পর্যন্ত নিবাচিত গভর্নর ছিলেন। ৩৬ বছর বয়সে তিনি প্রথম গভর্নর নির্বাচিত হন। ১৮৫০ সালে সিনেট নির্বাচন শুরুর পর থেকে তিনিই ছিলেন সবচেয়ে কমবয়সী।

কিন্তু ২ নভেম্বরের নির্বাচনে তিনি সবচেয়ে প্রবীণ গর্ভনর হিসেবে নিবার্চিত হলেন। সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

এছাড়া ব্রাউন ১৯৭৬, ৮০ এবং ৯২ সালে  তিনবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন।

জনপ্রিয় চলচিত্র তারকা শোয়ার্জনেগার এলাকার জনগণের কাছে “গভর্নেটর” নামে পরিচিত। তার বিখ্যাত চলচিত্র টার্মিনেটর মুক্তি পর তাকে এই নাম দেওয়া হয়।

ক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক মন্দাই শোয়ার্জনেগারের পরাজয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।