ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল ওবামার দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল ওবামার দল

ওয়াশিংটন: ওবামা প্রশাসনের অর্থনৈতিক অসন্তুষ্টকে ইস্যু করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটাকে প্রেসিডেন্ট ওবামার জন্য বড়সড় ধাক্কা হিসেবে ভাবা হচ্ছে।



তবে ওবামার ডেমোক্রেট দল সুè ব্যবধানে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। যদিও এ নির্বাচনে ছয়টি আসন হারিয়েছে দলটি।

মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে ওবামার আগামী দুই বছরের শাসনকে জটিল করে তুলবে। তার স্বাস্থ্যবিল ও পাস হওয়া বিভিন্ন বিল হুমকির মধ্যে পড়বে বলেও ধারণা করা হচ্ছে।

ওবামা প্রতিনিধিসভার (হাউস অব রেপ্রিজেন্টেটিভ) সম্ভাব্য স্পিকার জন বোয়েনার-এর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি তার কাছে ‘পারস্পরিক সমঝোতা’র আশা প্রকাশ করেন।

পুনঃনির্বাচিত হওয়ার পর বোয়েনার ব্যয়সংকোচন ও সরকারের আকার কমিয়ে ফেলার দৃঢ়তার ব্যক্ত করেন। তিনি বলেন, ভোটাররা ওবামাকে ‘গতি পরিবর্তনের’ বার্তা পাঠিয়েছে।

ইলিনয় অঙ্গরাজ্যে ওবামার একটি সিনেট আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। তবে নেভাডার সবচেয়ে নাটকীয় লড়াইয়ে ডেমোক্রেটিক দলের হ্যারি রিড টি পার্টির শ্যারন অ্যাঙ্গেলকে পরাজিত করেছেন।

মার্কিন সিনেটর জন কেরি উৎফুল্ল হয়ে মন্তব্য করেন, ‘হ্যারি রিড কেবল ড্রাকুলা নন, কেবল ল্যাজারাস (খ্রিস্ট ধর্মের বিখ্যাত চরিত্র) নন, তিনি হচ্ছেন আমাদের নেতা। আর আমাদের সব সদস্য তার অবিধ্বংসী ও অপরাজেয় জয়ের জন্য শিহরিত। ’

ইলিনয়ের পাশাপাশি রিপাবলিকানরা পেনসিলভানিয়া, উইসকনসিন, আরকানসাস, নর্থ ডাকোটা ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সিনেট আসনগুলো ডেমোক্রাটদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।