ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুধু অর্থনীতিই কি ওবামার চাকরি বাঁচাতে পারবে?

জাকির হোসেন, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
শুধু অর্থনীতিই কি ওবামার চাকরি বাঁচাতে পারবে?

নিউইয়র্ক: ডেমোক্রেটদের জন্য এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রধান শত্রু ছিলো দেশটির অর্থনৈতিক সমস্যা। তাই প্রশ্ন উঠেছে ২০১২ সালেও ওবামাকে এই শত্রুর মোকাবেলা করতে হতে হবে কি না।



রাজনৈতিক বিশ্লেষকদের মতে অর্থনীতির গতিপ্রকৃতির ওপরই ওবামার পুনঃনির্বাচিত হওয়ার বিষয়টি নির্ভর করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও আগামী বছর অর্থনীতির মন্থর গতি অব্যাহত থাকবে, তারপরও ২০১২ সালের আগে চাকরির বাজারে অগ্রগতি ঘটবে। আর এটাই ওবামার চাকরি রক্ষা করতে যথেষ্ট।

৬০ বছর ধরে নির্বাচনে ভোটারদের ওপর অর্থনীতির প্রভাব নিয়ে গবেষণা করছেন গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস হিবস। তিনি বলেন, ওবামার জন্য আগামী দুই বছর প্রথমার্ধের চেয়েও গুরুত্বপূর্ণ।

বর্তমানে বেকারত্ব আছে ৯ দশমিক ৬ শতাংশ। যা গত অক্টোবরে ছিল ১০ দশমিক ১ শতাংশ। তবে দীর্ঘ মেয়াদি ফলাফেলে দেখা যাচ্ছে ২০১২ সালের নির্বাচনের আগে বেকার সমস্যা ৮ দশমিক ১ ভাগে নেমে আসবে। অন্যান্য জরিপে দেখা গেছে, এ হার ৭ শতাংশের নিচে নেমে যাবে।

হিবস বলেন, এ ধরনের অগ্রগতিতে আয় ক্ষমতা বাড়বে এবং ওবামাকে বিজয়ী করবে। নির্বাচনের ওপর তার পূর্বাভাস মডেল অনুযায়ী সামগ্রিক প্রবৃদ্ধির চেয়ে মানুষের ব্যক্তিগত আয় বাড়ার বিষয়টি নির্বাচনে প্রভাবিত করে। ১৯৫৪ সাল থেকে তার পূর্বানুমান সঠিক বলে প্রমাণিত হচ্ছে।

হিবস বলেন, চাকরির ক্ষেত্রে অগ্রগতি হলে মার্কিন অর্থনীতি প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম। চাকরি বাজারের এই ধাক্কা এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার গায়েই লাগেনি। ১৯৮২ সালে প্রেসিডেন্ট রিগ্যানের মধ্যবর্তী নির্বাচনের সময় বেকারত্বের হার ছিল ১০ দশমিক ৮ শতাংশ। এর এক বছর পর এ হার কমে দাঁড়ায় ৮ দশমিক ৫ শতাংশ। ১৯৮৪ সালে যখন নির্বাচন হচ্ছিল তখন এ হার গিয়ে দাঁড়ায় ৭ দশমিক ৪ শতাংশে। প্রেসিডেন্ট রিগ্যানকে বিরাট জয় এনে দিয়েছিল।

তবে অর্থনীতি বিশ্লেষক মার্ক জ্যানদি জানান, একজন প্রেসিডেন্টকে পুনঃনির্বাচিত করার ক্ষেত্রে অর্থনীতিই অপরিহার্য বিষয় না। অর্থনীতির অগ্রগতি বাড়ানো অপরিহার্য ব্যাপার। একে দুর্বল করা যাবে না।

তার মতে, এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে অর্থনৈতিক মন্দাকে। এখন থেকে দুই বছর যদি আমাদের ৮ শতাংশ বেকার সমস্যা থাকতো তবে অর্থনীতি সঠিক পথে এগিয়ে চলতো। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াত না।

তবে যখন আয় ও চাকরির বিষয়টি গুরুত্বপূর্ণ তখন অর্থনীতির অন্যান্য বিষয়গুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলবে।

একটি গবেষণা সংস্থার প্রধান রাজনৈতিক বিশ্লেষক গ্রেগ ভ্যালিয়ের বলেন, জনতার আদালতে সঠিক পরীক্ষা হলে প্রেসিডেন্টকে কঠিন যুদ্ধের অবতীর্ণ হতে হবে। কেননা অর্থনৈতিক অগ্রগতিতে এখনও অনেক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যা ২০১২ সালের মধ্যে পরিবর্তন না ঘটলে ওবামাকে সমস্যায় ফেলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।