ওয়েলিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফররত হিলারি সাংবাদিকদের এ কথা বলেন।
হিলারি জানান, ফিলিস্তিনের হুমকি সত্ত্বেও সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি আলোচনা অব্যাহত থাকবে। পশ্চিম তীরে ইসরায়েল বসতিস্থাপন বন্ধ না করায় ফিলিস্তিন শান্তি আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের হিলারি বলেন, ‘আগামী সপ্তাহে আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই। ’
তিনি এশিয়ার দেশগুলোয় দুই সপ্তাহের সফরে রয়েছেন।
এ বিষয়ে নেতানিয়াহু জানান, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ে কথা বলার জন্য চলতি সপ্তাহের শেষে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চড়বেন।
তবে তিনি এ সময় তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষৎ করবেন না। ওবামা সেসময় এশিয়া সফরে থাকবেন।
প্রায় ২০ মাস বন্ধ থাকার পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয় গত ২ সেপ্টেম্বর। তবে কয়েক সপ্তাহের মধ্যে এ আলোচনা প্রক্রিয়া পুনরায় বন্ধ হয়ে যায়।
হিলারি বলেন, ‘আমি বিশ্বাস করি, উভয় দেশের নেতারাই দুই রাষ্ট্রের সমস্যা সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আর এটা পরিষ্কার যে, এটা কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০