ওয়াশিংটন: ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হওয়ার ক্ষেত্রে নাটকীয়ভাবে এগিয়ে গেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি কামালা হ্যারিস ।
ভারতীয় মা ও আফ্রিকান-আমেরিকান বাবার মেয়ে ডেমোক্রেট হ্যারিস বুধবার রাত পর্যন্ত রিপাবলিকান স্টিভ কোলে থেকে ১৪ হাজার ৮০০ ভোট বেশি পেয়ে নির্বাচনী দৌঁড়ে এগিয়ে আছেন।
তবে এখনও অস্থায়ী, অনুপস্থিত ও ক্ষতিগ্রস্ত ব্যালট গণনা বাকি। চূড়ান্ত ফলাফলের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে কোনো পক্ষই আশা হারাচ্ছেননা।
তবে তারা নির্বাচনে জয়ী হবে বলে হ্যারিসের দল থেকে আত্মবিশ্বাস শোনা গেলেও কোলের দল এ ধরনের কোনো বাজি ধরেননি।
মঙ্গলবার রাত এগারোটায় রিপাবলিকানরা জয়ী বলে ঘোষণা দিলেও বুধবার সকালে হ্যারিস কোলেকে টপকে এগিয়ে যান।
জয়ী হলে হ্যারিসই হবেন প্রথম ভারতীয়-আফ্রিকান-আমেরিকান এবং ক্যালিফোর্নিয়ার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল।
এছাড়াও সান ফ্রান্সিকোর ইতিহাসে ২০০৩ সালের ডিসেম্বরে প্রথম নারী জেলা অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন তিনি।
২০০৭ সালের নভেম্বরে তিনি আবারও এ পদে নির্বাচিত হন।
হ্যারিস বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘সান ফ্রান্সিসকোতে কামালা লক্ষণীয় দক্ষতা দেখিয়েছেন। এখন তাকে স্যাক্রামেন্টোতে পাঠানো উচিত যেন সেখানে সে সব ক্যালিফোর্নিয়াবাসীর জন্য একই ফলাফল করতে পারে। কিন্তু এর জন্য তার আমাদের সাহায্যের প্রয়োজন। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০