ঢাকা: সোমবার সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের গণনা- পরে পঞ্চায়েত সমিতির এবং সব শেষে জেলা পরিষদ।
গণনাকেন্দ্রের ২০০ মিটার চৌহদ্দি ঘিরে জারি থাকছে ১৪৪ ধারা। কেন্দ্রের ভিতরে নিষিদ্ধ থাকছে মোবাইল, থাকবে সিসিটিভিও, চলবে ভিডিওগ্রাফি।
নিরাপত্তার কারণে নিষিদ্ধ করা হয়েছে বিজয় মিছিল। টানটান উত্তেজনা রয়েছে গোটা রাজ্য জুড়েই।
এক নজরে
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত
• লোবার গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল।
• কসবায় ভোটের ফলাফল ত্রিশঙ্কু।
• কুসুম্বা ও বনহাটের গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়লাভ করেছে।
• খটঙ্গার গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম।
• লাভপুরে সব আসনেই জয়ী তৃণমূল।
• নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়লাভ করেছে।
• হলদিয়ার চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম।
• সুতাহাটার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল।
• কাঁথির মাঝিলাপুরে জয়ী তৃণমূল।
• হলদিয়ার খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থীরা।
• নন্দীগ্রামের সদাইপুরে জয়ী নির্দল প্রার্থীরা।
দুপুর ১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত
• পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুড়দা ১৪৬ নম্বর বুথে জয়ী সিপিএম।
• সুটিয়ায় ৯১ নম্বর বুথে জয়ী তৃণমূল।
• জামুরিয়ার পঞ্চায়েত সমিতির ভোটে জয়ী তৃণমূল।
• সুটিয়ায় ৯১ নম্বর বুথে জয়ী তৃণমূল।
• জামুরিয়ার পঞ্চায়েত সমিতির ভোটে জয়ী তৃণমূল।
• নানুরে জেলাপরিষদের আশনে জয়ী বামফ্রন্ট।
• নলহাটির পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতে জয়ী বামফ্রন্ট।
• পটাশপুর গ্রাম পঞ্চায়েতে ভোটের ফলাফল ত্রিশঙ্কু।
সূত্র: আনন্দবাজার, কলকাতা
বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: এসএস