ঢাকা: হত্যা থেকে শুরু করে ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষীসাব্যস্ত করে ১৩৫ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ১৯১৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।
এদের মধ্যে ১৯৫১ সালে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৬১ সালের ১৩ এপ্রিল সবশের্ষ মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির সামরিক বাহিনী। সামরিক বাহিনীর সদস্য জন এ. বেনেটকে ১৯৫৫ সালে ১১ বছর বয়সী এক অস্ট্রেলীয় মেয়েকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ফাঁসি দেয়া হয়।
১৯৮৩ সালে বেশ সংখ্যক মৃত্যুদণ্ডের রায় যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। ওই সময় সেনাবাহিনীর দণ্ডের নির্দেশনায় সমস্যা দেখতে পায় সামরিক আদালত। মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক উল্লেখ করে আদালত।
১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোলান্ড রিগ্যান সামরিক বাহিনীতে ফের মৃত্যুদণ্ড দেয়ার বিধান ফিরিয়ে আনেন। সেবছর ১৬ জনকে সামরিক আইনে মৃত্যুদণ্ড দেয়া হয়, যদিও পরে ১১ জনের রায় বাতিল করা হয়।
এ ১১ জনের মধ্যে ২ জনের সাজা কমিয়ে দেন কমান্ডিং জেনারেল। আইনের প্রয়োগ নিয়ে বিভিন্ন প্রশ্নের কারণে সামরিক আদালত বাকি ৯ জনের বিরুদ্ধে মামলা বাতিল করেন।
১৯৯০ সালে এক নৌসেনাকে এক নারীকে শিরশ্চেদ করার দায়ে অভিযুক্ত করে কারাদণ্ড দেয় আদালত। কিন্তু কমান্ডিং জেনারেল তার সাজা মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর ঝুলে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com