ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন বিত্তশালীরা অর্থ কষ্টে ভোগেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুলাই ২৯, ২০১৩
মার্কিন বিত্তশালীরা অর্থ কষ্টে ভোগেন!

ঢাকা: যুক্তরাষ্ট্রের বিত্তশালীরা অর্থ কষ্টে ভোগেন। তারা ‍অর্থ‍াভাবে যখন যা চান তখন তা করতে পারেন না।

যাদের ১০ লাখ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি অর্থের বিনিয়োগ রয়েছে তাদের অধিকাংশই নিজেদের বিত্তশালী মনে করেন না।

সম্প্রতি একটি জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ইউবিএস ওয়েলথ ম্যানেজমেন্ট আমেরিকাস ওই জরিপটি চালিয়েছে । প্রতিষ্ঠানটি ৪ হাজার ৪৫০ জন বিনিয়োগকারীর ওপর জরিপটি চালান।

জরিপে ‍অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ জানিয়েছেন, তারা নিজেদের বিত্তশালী মনে করেন। অধিকাংশ মনে করেন তারা বিত্তশালী নন। যখন তাদের মালিকানায় থাকবে ন্যূনতমপক্ষে ৫০ লাখ মার্কিন ডলার অর্থের সম্পত্তি, শুধু তখনই তারা নিজেদের বিত্তশালী ভাববেন।

কেন নিজেদের বিত্তশালী ভাবেন না-এ প্রশ্নে প্রায় ৮০ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, কারণ তারা তাদের প্রাপ্ত বয়স্ক সন্তান, নাতি ও বৃদ্ধ বাবা-মাকে আর্থিক সহায়তা দিচ্ছেন।

গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এমিলি পাচুতা বলেন, ‘বিনিয়োগকারীরা আমাদের বলেছেন যে শুধু অর্থই বিত্ত নয়। যখন যা করতে চাই তখন তা করতে পারার সঙ্গে বিষয়টি জড়িত। ’

তার বক্তব্য, মার্কিনিদের বিত্তশালীদের হতে গেলে, তাদের কাছে অঢেল নগদ অর্থ থাকতে হবে এবং তারা পরিবারের সদস্যদের সেবাযত্ন (আর্থিক ব্যয়বহন) করতে সক্ষম হবেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।