কলকাতা: পৃথক গোর্খাল্যান্ড দাবিতে তিন দিনের জন্য দার্জিলিংয়ে হরতাল শুরু হয়েছে। এর ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।
হরতালে সকাল থেকেই বিক্ষিপ্ত সঙঘর্ষের খবর পাওয়া যায়। র্মোচা নেতৃবৃন্দ হুঁশিয়ারি করে বলেন, প্রশাসন তাদের ডাকা হরতাল দমন করতে চাইলে তার ফল ভালো হবে না।
এদিকে মোর্চার আন্দোলনের সিদ্ধান্তকে পাহাড়ে অশান্তি তৈরির চক্রান্ত হিসেবেই দেখছেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি ফেরানোর চেষ্টা করলেও ভেস্তে দেওয়ার চক্রান্ত চলছে বলেই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস