কলকাতা: পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা সংকটজনক।
পুলিশ জানায়, সোমবার হাওড়ার পাঁচলা থেকে ৬নং জাতীয় সড়ক ধরে কলকাতার ডানলপ যাচ্ছিল একটি বাস। বাসটি সলপ ব্রিজে যাত্রী তোলার সময় দশ চাকার একটি ট্রেলার বাসটিকে পেছনে থেকে ধাক্কা মারে। এতেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস