ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রেলারের ধাক্কায় ৭ বাসযাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুলাই ২৯, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা সংকটজনক।



পুলিশ জানায়, সোমবার হাওড়ার পাঁচলা থেকে ৬নং জাতীয় সড়ক ধরে কলকাতার ডানলপ যাচ্ছিল একটি বাস। বাসটি সলপ ব্রিজে যাত্রী তোলার সময় দশ চাকার একটি ট্রেলার বাসটিকে পেছনে থেকে ধাক্কা মারে। এতেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।