ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্থনিও চিড়িয়াখানায় গতমাসে জন্ম নেয় একটি দুই মাথাওয়ালা কচ্ছপ। দিনকে দিন কচ্ছপটি জনগণের দৃষ্টি আকর্ষণ করছে।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, কচ্ছপটির নাম দেয়া হয়েছে ১৯৯১ সালের অস্কারজয়ী দুই অভিনেত্রী থেলমা ও লুইসের নামানুসারে। কচ্ছপটি ভালো রয়েছে।
চিড়িয়াখানার মুখপাত্র এক জানান, কচ্ছপটি খাচ্ছে এবং সাঁতার কাটছে। কচ্ছপটির দুটি মাথার নাম দেয়া হয়েছে। বাম পাশেরটির নাম লুইস লেফট ও ডান পাশেরটির থেলমা রাইট।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোববার ফেসবুক পেজে কচ্ছপটির কতগুলো ছবি দেখা গেছে।
ফেসবুকে কচ্ছপটির ইউজার নেম দেয়া হয়েছে-থেলমাঅ্যান্ডলুইস টার্টল। কর্মস্থান হিসেবে লেখা হয়েছে-সান অ্যান্থনিও জিওলজিক্যাল সোসাইটি। ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে https://www.facebook.com/thelmaandlouise.turtle।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই হাজার ৪৯২ জন বন্ধু জুটে থেলমাঅ্যান্ডলুইসের। মাত্র এক সন্ধ্যার মধ্যে বন্ধুর সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়া শোভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাও জানানো হয়েছে ওই অফিসিয়াল পেজটির স্ট্যাটাসে।
১৮ জুন জন্ম নেয়া কচ্ছপটিকে চিড়িয়াখানার রিচার্ড ফ্রেডেরিখ অ্যাকুরিয়ামে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com