ঢাকা: সূর্যের মুখ জুড়ে ঘুরছে বিশাল শূন্যতা। তবে ভয়ের কিছু নেই।
সূর্যের পৃষ্ঠের প্রায় এক চতুর্থাংশ ঘিরে রয়েছে বিশাল কালো অংশ। এ কালো অংশকেই সৌরমুকুটের বৃহদাকার গর্ত বলা হচ্ছে। এখান থেকে মহাশূন্যে নির্গত হচ্ছে বিভিন্ন ধরনের সৌর উপাদান ও গ্যাস।
এ কালো দাগকে সোহো স্পেসক্রাফটের মাধ্যমে গত ১৩-১৮ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়।
নাসার দেয়া তথ্যানুযায়ী, ভয়ানক রকমের এ কালো গর্ত সৌরমুকুটের বহির্প্রান্তের তুলনামূলক কম ঘনত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। নিম্ন তাপমাত্রায় সৌর উপাদান ধারণ করার কারণে চারপাশের পরিমণ্ডলের তুলনায় ঐ অংশকে বেশি কালো মনে হচ্ছে।
এটা সূর্যের একটা সাধারণ বৈশিষ্ট্য হলেও এক্ষেত্রে সূর্যের নিজ আবর্তনের উপর ভিত্তি করে এবার ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে, ভিন্ন জায়গায় উদিত হয়েছে এ গর্ত।
সৌর পরিমণ্ডলে গত এক বছরের মধ্যে দেখা সবচেয়ে বড় গর্ত এটি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com