ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ২৯, ২০১৩
ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬০

ঢাকা: ইরাকে একাধিক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। সোমবারের এসব হামলা অধিকাংশ ঘটেছে রাজধানী বাগদাগসহ শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ‍বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর শহরের রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। তাদেরকে গাড়ির ভেতরে তুলেন এক মিনিভ্যানচালক। মিনিভ্যানটি সটকে পড়ার পর তা বিস্ফোরিত হয়।

যেখান থেকে ওইসব শ্রমিকদের তোলা হয়েছিল তার পাশে দাঁড়িয়ে ছিলেন ইয়াইয়া আলি নামের আরেক শ্রমিক। তিনি বলেন, ‘কেউ আমাকে দয়া করে বলুন, কেন গরিব শ্রমিকরা হামলার শিকার? তারা শুধু তাদের পরিবারের জন্য খাবার যোগাতে চায়। ’

সিরিয়ায় গৃহযুদ্ধ চলায় ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে হামলা বাড়ছে।

এসব হামলার সঙ্গে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্রগোষ্ঠীগুলো জড়িত বলে ‍অভিযোগ রয়েছে। জুলাই মাসে সহিংসতায় ৭৭০ জনের বেশি লোক নিহত হয়েছে। এ পর্যন্ত এ বছরেই নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে বলে নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।