ঢাকা: প্রায় তিন বছর অচল থাকার পর বিবদমান সমস্যা সমাধানের উপায় খুঁজতে আলোচনায় বসছে ইসরায়েল ও ফিলিস্তিন। বৈঠকে বসতে ওয়াশিংটনে পৌঁছেছেন দুই দেশের নেতারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২৯ ও ৩০ জুলাই প্রাথমিক বৈঠক হবে।
২০১০ সালের সেপ্টেম্বরে আলোচনা স্থগিত হওয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দু দেশের নেতারা। ওই সময় ইসরায়েলের অবৈধভাবে ভূমি দখলের প্রতিবাদে আলোচনা থেকে সরে যায় ফিলিস্তিন।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করে ইসরায়েল-ফিলিস্তিনকে আলোচনায় বসতে সম্মত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আলোচনার অংশ হিসেবে এরই মধ্যে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com