ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুলাই ৩০, ২০১৩
পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ঢাকা: পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তারিখ পরিবর্তন নিয়ে বিতর্ক এবং এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দল পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) বয়কটের মধ্য দিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটা থেকে ন্যাশনাল পার্লামেন্ট ও প্রাদেশিক অ্যাসেম্বলিগুলোতে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। নিয়ম অনুযায়ী পার্লামেন্ট ও প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যরাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ ও অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিলেও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ মনোনীত প্রার্থী মামনুন হুসাইনকেই জারদারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছে।

নওয়াজের আস্থাভাজন প্রার্থী মামনুন সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর এবং পেশায় একজন ব্যবসায়ী।

এর আগে পরামর্শ বা মতামত গ্রহণ ছাড়াই তারিখ পরিবর্তন করার অভিযোগ এনে নির্বাচন বয়কট করার ঘোষণা দেয় প্রধান বিরোধী দল পিপিপি।

অবশ্য ক্ষমতাসীন মুসলিম লীগ ও তাদের মিত্রদলগুলো দাবি করছে, রমজানের শেষ এবং ঈদুল ফিতরের শুরুর দিকে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কায় আবেদন করা হলে ৬ আগস্টের নির্বাচন ৩০ জুলাই সম্পন্ন করার নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।