ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে টেনিসবল সমান শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ৩০, ২০১৩
জার্মানিতে টেনিসবল সমান শিলাবৃষ্টি

ঢাকা: জার্মানির একটি গ্রামে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। টেনিস বলের আকার সমান শিলাপাতে হ্যানোভারের অঞ্চলের বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ ইউরো সমপরিমাণ।

২৯ জুলাইয়ের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোয়ার স্যাক্সোনি গ্রামে ‘টেনিসবলের সমান’ শিলাবৃষ্টিপাতে বাড়ির ছাঁদ, জানালা, আসবাবপত্র ও যানবাহন এবং ফুলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কাথলিন বুসচে বলেন, ‘আমাদের দরজা ভেটে যায়। ‘টেনিসবল’ গুলো আমাদের বারান্দায় লাফিয়ে লাফিয়ে পড়ে। আমরা খুব ভয় পেয়েছিলাম। ’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, স্থানীয় লাহালো চান শিলাবৃষ্টির ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন।

ভিডিও তে দেয়া বর্ণনায় তিনি বলেছেন, অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ছাঁদ ও অন্যান্য স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কয়েক লাখ ইউরো হতে পারে।

শিলাবৃষ্টির ভিডিও দেখতে ভিজিট করুন এ অ্যাড্রেসে-http://www.mirror.co.uk/news/world-news/hailstones-size-tennis-balls-cause-2103930

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।