ঢাকা: নতুন জাতীয় সঙ্গীত ঠিক করতে প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। বর্তমানে যে সঙ্গীতটি গাওয়া হয় তা অনেক পুরোনো বলে বিবেচনা করছে দেশটি।
১৮৪১ সালে তৈরি বর্তমান সঙ্গীতে সৃষ্টিকর্তা, প্রার্থনা, পবর্ত আর সূর্যের কথা রয়েছে। নতুন সঙ্গীতে সুইজারল্যান্ডের সংবিধানে যেসব মূল্যবোধ যেমন গণতন্ত্র ও ঐক্যে সম্পর্কে যেন উল্লেখ থাকে তার ওপর জোর দিচ্ছে সুইস সরকার।
প্রতিযোগিতায় সঙ্গীতের নতুন কথাকে ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তবে নতুন কথা ও সুরেও গাইতে পারবেন-এ স্বাধীনতা থাকবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।
২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে ওই বছরের জুন পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। বিজয়ীকে দেয়া হবে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক (১০ হাজার ৭৪৫ মার্কিন ডলার) পুরস্কার।
প্রথম রানার-আপ পাবেন ৫ হাজার সুইস ফ্রাঙ্ক, দ্বিতীয় রানার-আপ পাবেন ৩ হাজার সুইস ফ্রাঙ্ক এবং তৃতীয় রানার-আপ পাবে ১ হাজার সুইস ফ্রাঙ্ক।
নির্বাচিত সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসেবে অনুমোদন দেবে সরকারের ফেডারেল কাউন্সিল।
এরই মধ্যে বিচারক প্যানেল ঠিক হয়ে গেছে। ২৫ সদস্যের এ প্যানেলে সাবেক ফুটবলার, অলিম্পক অ্যাথলেট, সঙ্গীত শিল্পী, সাহিত্যিকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com