কলকাতা: রোববার কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর থানার গ্রিনপার্ক এলাকা থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে। অস্বাভাবিক এ মৃত্যু ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে তাদের গৃহপরিচারিকা কাজে গিয়ে তাদের ঘরের দরজা বন্ধ পান। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন।
প্রতিবেশীরা তাদের ঘরের দরজা বন্ধ দেখে পার্শ্ববর্তী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বাড়ির কর্তা রাজেশ কুমার সাউয়ের (৪৬) লাশ উদ্ধার করে। পরে পাশের ঘর থেকে রাজেশ সাউয়ের স্ত্রী সন্ধ্যা সাউ (৩৭), দুই মেয়ে গার্কী সাউ (১৫) ও গ্রেসি সাউয়ের (১০)লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ব্যবসায়ী সংক্রান্ত ব্যাপারে ঋণের দায়ে স্ত্রী ও দুই মেয়েকে খুন করে আত্মহুতি দেন রাজেশ কুমারও।
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
এস পি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, এসএস