ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দুবাইয়ে ধুতি বিড়ম্বনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ৪, ২০১৩
দুবাইয়ে ধুতি বিড়ম্বনা

ঢাকা: ঐতিহ্যবাহী ধুতি পরিধানের কারণে সংযুক্ত আরব আমিরাতের অভিজাত রেল পরিবহন ‘দুবাই মেট্রো’য় চড়তে পারলেন না এক ভারতীয় নাগরিক।

৬৭ বছর বয়সী ওই ব্যক্তির কন্যা মধুমতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম রোববার জানায়, শনিবার আমিরাত টেলিকমিউনিকেশন কর্পোরেশনের (ইতিসালাত) মেট্রো স্টেশনের প্রবেশপথের কাছে এক পুলিশ সদস্য তাদের থামিয়ে দেন।

প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ওই সদস্য বলেন, অনুমতি নেই বলে মেট্রো পরিবহনে ধুতি পরিধান করে প্রবেশ করা যাবে না।

মধুমতি বলেন, ‘আমি তাকে অনেক অনুনয় বিনয় করে বলেছি যে, এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক। আমাদের যেতে দিন...এর আগে আমার বাবা অনেকবার এই পোশাক পরেই মেট্রোয় চড়েছেন। কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। এটা সত্যিই অনেক লজ্জার ব্যাপার ছিল এবং আমি ও আমার বাবা অনেক হতাশ হয়েছি। ’

তবে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আরটিএ জানিয়েছে, মেট্রো’য় চড়ার ক্ষেত্রে পোশাকের ব্যাপারে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি বা নিয়ম-নীতি নেই।

প্রয়োজনে হয়রানির শিকার মধুমতি ও তার বাবাকে সহযোগিতাও নিতে বলেছে আরটিএ।

তবে এ ব্যাপারে সাধারণ অভিযোগ দায়ের করেছেন মধুমতি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।