ঢাকা: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এখন চীনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সাংহাইয়ে।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার পরই এখন সাংহাই টাওয়ারের অবস্থান।
এছাড়া, পূর্ব এশিয়ার সর্বোচ্চ ভবনের খেতাবধারী ১৬৭০ ফুট উচ্চতার তাইওয়ান টাওয়ারকেও পেছনে ফেলেছে সাংহাই টাওয়ার।
চীনের সংবাদ মাধ্যমগুলো জানায়, মহানগরীর পুডং জেলায় অবস্থিত ভবনটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজ বাবদ এর খরচ ধরা হয়েছে দুইশ’ ৪০ কোটি মার্কিন ডলার।
২০০৮ সালে সাংহাই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। ভবনটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে আছে সাংহাই সিটি কর্পোরেশন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর