ঢাকা: এখন থেকে অভিভাবকের অনুমতি ছাড়াই জাতীয় পরিচয়পত্রসহ যেকোনো ধরনের পরিচয়পত্র অর্জন করতে পারবেন সৌদি নারীরা।
দেশটির জাতীয় মানবাধিকার পরিষদের সদস্য খালিদ ফাখরির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে।
ফাখরি জানিয়েছেন, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া (বিচার সংশ্লিষ্ট) জাতীয় পরিচয়পত্রসহ যেকোনো পরিচয়পত্র পেতে সংশ্লিষ্ট বিভাগগুলোতে আবেদন করতে পারবেন নারীরা।
তিনি জানান, এখনকার আইন অনুযায়ী বেশ কিছু পদ্ধতিতে পরিচয়পত্র পেতে পারেন নারীরা। অর্থাৎ আর অভিভাবকের অনুমতির জন্যতো অপেক্ষায় থাকতে হচ্ছেই না, বরং যেভাবে সহজে পরিচয়পত্র পাওয়া যায় সেই পদক্ষেপ নিয়েছে সরকার।
পরিচয়পত্র প্রাপ্তির জন্য পরিবারের সদস্য হিসেবে সংশ্লিষ্ট নারীর পরিচয় দেওয়ার জন্য একজন অভিভাবকের উপস্থিতির প্রয়োজন হবে। যদি পরিবারের কেউ উপস্থিত হতে না পারেন তবে ১৮ বছর বয়সী কোনো আত্মীয়ের পরিচয়পত্র জমা দিয়ে পরিচয়পত্র পাওয়া যেতে পারে। যদি এটাও সম্ভব না হয় তবে ১৮ বছর বয়সী দু’জন নারী ডিপার্টমেন্ট অব সিভিল স্ট্যাটাস দপ্তরে এসে ওই নারীর পরিচয়পত্র প্রাপ্তিতে সহযোগিতা করতে পারেন।
সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com