ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘ভালোবাসা’র কোর্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, আগস্ট ৪, ২০১৩
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘ভালোবাসা’র কোর্স

ঢাকা: অভিনব উদ্যোগ নিল ভারতের ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আগামী সেশন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ভালোবাসা’ নামে একটি নতুন কোর্স পড়বেন।

আর এর মাধ্যমে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ কোর্স চালু হলো।

শিক্ষার্থীরা নিজের বিভাগের নির্ধারিত কোর্স নেয়া ছাড়াও অন্য বিভাগের কোর্স নিতে পারবেন-নতুন ‍চালুকৃত এ পদক্ষেপের অংশ হিসেবেই এ কোর্সটি চালু হলো।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার জানান, আগামী জানুয়ারি থেকে কোর্সটি চালু হবে।

‘ভালোবাসা’ কোর্সটি পড়াবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। এতে মূলত ভালোবাসার তাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করা হবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সোমক রায়চৌধুরী বলেন, এ কোর্সটি যেকেউ নিতে পারবেন। একজন ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীও নিতে পারবেন। যে সমাজবিজ্ঞান বিভাগ কোর্সটি চালু করেছে সেই বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবেন।

গত মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ নানা বিষয় পড়ানোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়। এতে শিক্ষার্থীরা মূল বিষয়ের পাশাপাশি ভিন্ন বিভাগের কোর্সও পড়ার সুযোগ পাবেন।

যেমন বিজ্ঞানের একজন শিক্ষার্থী এখন ইচ্ছে করলে মানবিক বিভাগের কোর্স নিতে পারবেন। আবার মানবিকের শিক্ষার্থীরাও চাইলে বিজ্ঞানের দু-একটি কোর্স পড়ে দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।