ঢাকা: ২০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত করার চেষ্টায় ভারতের পুনে থেকে দুই বাংলাদেশি দালালকে গ্রেফতার করেছে ফরাশখানা পুলিশ।
আটক দুই বাংলাদেশির নাম মো. সিদ্দিকী খান (২৬) ও রাজিব মোহাম্মদ চৌধুরী (২৬)।
ফরাশখানা পুলিশ ফাঁড়ির জ্যেষ্ঠ পরিদর্শক ভানুপ্রতাপ বার্জের নেতৃত্বে তাদের আটক করা হয়। ওই নারীকে উদ্ধার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধওয়ার পীঠের এক যৌনপল্লীতে দুই বাংলাদেশি দালাল এক নারীকে বিক্রি করতে আসবে বলে জানতে পারে পুলিশ। তাদের চেহারা ও পোশাক-আশাকের বর্ণনাও জানা যায়। এরপর সেখানে একটি ফাঁদ পাতা হয়।
ভানুপ্রতাপ বার্জে এ ব্যাপারে বলেন, ‘আমরা দেখলাম দুইজন পুরুষ এক নারীর সঙ্গে কথা বলছে। আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। ’
ওই নারী বাংলাদেশের একটি গার্মেন্টের দোকানে কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ভালো চাকরির লোক দেখিয়ে ওই দুই ব্যক্তি তাকে পুনে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর