ঢাকা: মাত্রাতিরিক্ত মদ্যপান করে বেতাল অবস্থায় গাড়ি চালানোর সময় চালক তিন পথচারীর ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন, আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানির কলে আঘাত করেছেন এবং একটি ফুলের দোকানকে প্রায় ধ্বংসস্তুপ বানিয়ে দিয়েছেন। এক পর্যায়ে উল্টে যায় গাড়িটি।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। শাউন মার্টিন নামের ওই চালক পুলিশকে আরও বলেছিলেন, ‘আমি কি গাড়ি চালিয়েছিলাম। ’
আদালতে মামলার নথিপত্র থেকে বিষয়টি জানা গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। আদালতের নথিপত্রমতে, দুর্ঘটনাটি ঘটেছিল ১৯ জুন।
গাড়ির চাকায় পড়ে কেউ মারা গেল কিনা-সে নিয়ে কোনো উদ্বেগ ছিল না তার। তিনি তার মাকে নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন।
পুলিশকে তিনি বলেছিলেন, ‘আমার মাকে ফোন দিও না, তিনি কষ্ট পাবেন। ’
জেলার অ্যাটর্নি সাই ভান্স জানিয়েছেন, আসামী বিরুদ্ধে বেপরোয়া ব্যবহারে পথচারীদের গুরুতরভাবে আহত করা, হাজারো ডলারের সম্পদ ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com