ঢাকা: নর্থ ক্যারোলিনার অধিবাসী কোডি সেবাস্তিয়ান পারসন্স। ২৫ বছর বয়সী এ যুবকের বাবা-মা কখনোই ভাবেননি,বান্ধবীকে পিজা ছুড়ে মারার কারণে গ্রেফতার হবেন তাদের সন্তান।
গার্লফ্রেন্ড সারাহ ম্যাককিনির ওপর পিজা নিক্ষেপের জন্য পুলিশ রোববার সেবাস্তিয়ান পারসন্সকে গ্রেফতার করেছে।
রুমের ফ্লোর পিচ্ছিল হওয়ায় ১৯ বছর বয়সী সারাহর ওপর বেজায় চটেন পারসন্স। পারসন্স বকাবকির এক পর্যায়ে নষ্ট হয়ে যাওয়া পিজার টুকরা ছুড়ে মারেন সারাহর ওপর।
আর এতেই তার বিধিবাম! পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ বাসায় হাজির। পুলিশ দেখতে পান, ঘরে এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে পিজার টুকরা।
পারসন্স গার্লফ্রেন্ডের গায়ে যে পিজা নিক্ষেপ করেছেন তারও নমুনা স্বচক্ষে দেখেন পুলিশ। পুলিশ দেখতে পায়, সারাহর পিছনে লেগে আছে পিজার সস।
কিন্তু গ্রেফতার এড়াতে পারসন্স বলেন, হাতে পিজা ছিল। পিছলে পড়ে যাওয়ায় সেই পিজা গিয়ে লেগেছে সারাহর গায়ে।
এমন সাফাইয়েরও পরেও পারসন্সকে যেতে হয়েছে শ্রীঘরে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com