ঢাকা: ২০ বছর বয়সী এক মেয়ের চোখ দিয়ে রক্ত ঝরায় ধাঁধায় পড়েছেন চিলির চিকিৎসকরা। গত মাসে কান্নার সময় তার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়।
কিন্তু কিসের কী, ইয়ারিৎজা অলিভার চোখ দিয়ে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। দিনে বেশ কয়েকবার রক্ত পড়ে তার চোখ থেকে।
চিলির পুরানাকুয়ের বাসিন্দা অলিভা জানায়, চোখের ব্যথা অবর্ণনীয়।
মেয়ের অসুস্থতার চিকিৎসা করার মতো সামর্থ্য নেই অলিভার বাবা-মায়ের। মেয়ের চিকিৎসার জন্য বন্ধু ও প্রতিবেশিদের কাছে সহায়তার হাত পেতেছেন বাবা-মা। বাবা হোসে স্থানীয় এটি সংবাদ মাধ্যমের অর্থ সহায়তা চেয়েছেন।
পেশায় কাঠমিস্ত্রি হোসের আবেদন, ‘দয়া করে হৃদপিণ্ডে আপনাদের হাত রাখুন, আমাদের পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন এবং আমার মেয়েকে সহায়তা করুন। ’
অনেক বিশেষজ্ঞ বলেছেন, অলিভা হ্যায়মোলাক্রিয়া নামে রোগে আক্রান্ত। দুর্লভ রোগে আক্রান্ত ব্যক্তি রক্তকান্নায় ভোগেন।
টিউমারের মতো কঠিন রোগের উপসর্গ হলো হ্যায়মোলাক্রিয়া। নারীদের শরীরে উঁচু মাত্রার হরমোনোর কারণে এটি হতে পারে।
২০০৯ সালে মার্কিন এক কিশোরকে হ্যায়েমোলাক্রিয়ায় আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছিল। দিনে তিনবার তার চোখ দিয়ে রক্ত ঝরতো।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com