ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভাগ্যের জোরে বেঁচে যাওয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, আগস্ট ৫, ২০১৩
ভাগ্যের জোরে বেঁচে যাওয়া!

ঢাকা: ২০ ফুটের বেশি গভীর গর্তে গাড়িসহ পড়া থেকে অল্পের জন্য বেঁচে গেছেন এক চালক। বলা যায়, ভাগ্যের জোরে বেঁচে গেছেন তিনি।

 

গাড়ির সামনের একটি চাকার পুরোটাই গর্তে পড়ে গেছে, এমন সময়ই ব্রেক কাজ করল তার। আর এ মাধ্যমে রাজপথের ওই ২০ ফুট প্রশস্ত গর্তে পড়া থেকে বেঁচে গেলেন তিনি।

চীনের দক্ষিণাঞ্চলের নানিং শহরে ঘটেছে এ ঘটনা। ৪ আগস্টের একটি প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

একটি টেলিভিশন চ্যানেল ও ফোন কোম্পানিগুলো কয়েক দিন আগে রাজপথের নিচ দিয়ে নতুন তার নিয়ে যাওয়াকে ওই গর্ত সৃষ্টির কারণ বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আর মাত্র এক সেকেন্ড হলেই গর্তে পড়ে যেত গাড়িটি।

ঠিক ওই সময়েই চালক গাড়ি থামাতে সক্ষম হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনা ঘটার পরপরেই পুলিশ ঘটনাস্থলে চলে  আসে। রাজপথে কেন এতো বড় গর্ত হলো তা তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।