ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফনটেরার দুধে ব্যাকটেরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, আগস্ট ৫, ২০১৩
ফনটেরার দুধে ব্যাকটেরিয়া!

ঢাকা: এবার ব্যাকটেরিয়া কেলেঙ্কারিতে জড়ালো নিউজিল্যান্ডভিত্তিক শীর্ষ দুগ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠান ফনটেরা’র নাম।

চীনের খাদ্য নিরাপত্তা বিভাগ থেকে পরীক্ষার পর অভিযোগ করা হয়, ফনটেরা’র দুধে ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে!

চীনসহ আরও কয়েকটি দেশের খাদ্য বিভাগ থেকে এমন অভিযোগ ওঠার পর নিজেদের পক্ষ থেকে পরীক্ষা করেই সোমবার ব্যাকটেরিয়ার অস্তিত্বের কথা স্বীকার করে বিশ্বের শীর্ষ দুগ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।



সংবাদ মাধ্যম জানিয়েছে, ফনটেরা’র দুধে ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় নিউজিল্যান্ড থেকে যেকোনো ধরনের দুগ্ধ পাউডার আমদানি নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটির শীর্ষ ক্রেতা দেশ চীন।

তবে এসব দূষিত দুগ্ধ মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে বলেও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ফনটেরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা থিও স্পেইরিং দাবি করেছেন, ‘খাদ্য নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ফনটেরা। ”

এ জন্য বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে ব্যাকটেরিয়া কেলেঙ্কারির জন্য দুঃখ প্রকাশ করে থিও বলেন, ‘আমরা এই উদ্বেগজনক অবস্থার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ”

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ফনটেরা’র এই ব্যাকটেরিয়া কেলেঙ্কারির পর নিউজিল্যান্ডের অন্য দুগ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আস্থাহীন হয়ে পড়ছেন ক্রেতারা।

বিশেষ করে শিশু সন্তানের জন্য দুগ্ধ ক্রয়কারী মা-বাবারা বেশি আতঙ্কিত।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।