ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দার্জিলিংয়ে হরতালে তৃতীয় দিনও থমথমে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, আগস্ট ৫, ২০১৩
দার্জিলিংয়ে হরতালে তৃতীয় দিনও থমথমে

কলকাতা: পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে মোর্চার ডাকা হরতালে তৃতীয় দিনেও থমথমে পাহাড়। সকালে দার্জিলিংয়ে জেলা প্রশাসকের দফতরের সামনে সরকারি অফিস বন্ধের দাবিতে পিকেটিং করেন মোর্চা সমর্থকেরা।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকেটিং তুলে দেয়। গ্রেফতার করা হয় বেশ কিছু মোর্চা সমর্থককে। অন্যদিকে তাকদা বনবাংলো ও পোকরিয়াবংয়ে পুলিশ ফাঁড়িতে আগুন ধরানোর ঘটনায় রোববার রাতে পুলিশ আরও ১৬ জন মোর্চা কর্মীকে গ্রেফতার করেছে।
        
পরিস্থিতি সামলাতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
    
বাংলাদেশ সময় : ১৮১৮ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৩     
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।