ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৩
তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাসবাগকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাসবাগের সঙ্গে আরও ২৭০ জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

তবে খালাস পেয়েছেন ২১ জন।

‘এরেজেনকন ষড়যন্ত্র’ খ্যাত ওই সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে পাঁচ বছর আগে প্রায় ৩০০ সেনা কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং শিক্ষাবিদকে আটক করে বিচার শুরু করে রিসেপ তায়্যিপ এরদোগানের সরকার।

অবশ্য ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জেনারেল বাসবাগ।

দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রসিকিউটররা জেনারেল বাসবাগসহ আরও ৬৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

তবে সাবেক সেনাপ্রধানসহ কর্মকর্তাদের সাজা দেওয়ায়ে ইসলামপন্থি এরদোগান সরকারের সঙ্গে ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর মতবিরোধ তৈরি হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

এ দিকে, বিচারপ্রক্রিয়ায় অভিযুক্তদের সমর্থকরা ইস্তাম্বুলের পশ্চিমাঞ্চলীয় সিলিভ্রি কারাগারের বাইরে বিক্ষোভ করতে চাইলে নিরাপত্তা বাহিনী তাদের হটিয়ে দেয়।

সংবাদ মাধ্যম জানায়, ১৯৬০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনটি সেনা অভ্যুত্থান হয় তুরস্কে। ইসলামপন্থি সরকার গঠন করে ধর্মনিরপেক্ষ সংবিধানে হস্তক্ষেপ করায় ১৯৯৬ সালে নির্বাচিত হয়েও ১৯৯৭ সালেই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হতে হয় একেপির সমান মতাদর্শে বিশ্বাসী ওয়েলফেয়ার পার্টির সরকারকে।

সেনা অভ্যুত্থান চেষ্টার অজুহাত দেখিয়ে সেনা কর্মকর্তাদের সাজা দেওয়ায় ২০০২ সাল থেকে দায়িত্ব পালন করা এরদোগান সরকারের ওপরও ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর অসন্তোষ বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।