ঢাকা: ফের বিবাদমান কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালিয়েছে পাক সেনারা। এ হামলায় অন্তত ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে।
এ হামলার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ডেপুটি কমিশনারকে তলব করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, হামলার প্রতিবাদে ইসলামাবাদের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
এছাড়া, পাক সেনাবাহিনীর এ ধরনের হামলায় নিশ্চুপ থাকায় কংগ্রেস সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, এই হামলার পর সরকারের উচিত হবে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পরিকল্পনার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা।
ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়, সোমবার মধ্যরাতে কাশ্মীরের পুঞ্চ জেলার কাছে শ্রীনগরের ২০০ কিলোমিটার দক্ষিণে সরলা পোস্টের কাছে ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে এ হামলা চালায় পাকিস্তানি সেনারা।
ভারতীয় কর্মকর্তারা দাবি করেন, ১০১ মুজাহিদিন রেজিমেন্টের প্রায় ২০ জন পাক সেনা মধ্যরাতে ভারতীয় ভূ-খণ্ডের ১০০ মিটার ভিতরে ঢুকে সেনা ছাউনি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।
তবে, ভারতীয় সেনাবাহিনীর এ অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়ে পুরোপুরি অস্বীকার করেছে পাক সেনাবাহিনী।
তবে এই হামলার কথা স্বীকার করে টুইট করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিহত সেনাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই হামলার ঘটনায় প্রতিবেশী দু`দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের অবনিত হবে বলেও আশঙ্কা করেন তিনি।
চলতি বছরেরই জানুয়ারিতে পাল্টাপাল্টি ছয় সৈন্য হত্যার জের ধরে দু’দেশের সম্পর্কের অবনতি ঘটে।
তবে পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছিল ভারত । এরই ইঙ্গিত হিসেবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেছিলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
তবে, সোমবার মধ্যরাতের এ হামলার পর ফের টানাপোড়েন শুরু হলো দু’দেশের সম্পর্কে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com