ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ইয়েমেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
মার্কিন নাগরিকদের ইয়েমেন ছাড়ার নির্দেশ

ঢাকা: সন্ত্রাসী হামলার আশঙ্কায় এবার ইয়েমেন থেকে জরুরিভিত্তিতে সরে যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে নাগরিকদের সরিয়ে নিতে ইয়েমেনে দু’টি সামরিক বিমান পাঠিয়েছে পেন্টাগন।



মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধ‍ৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ কথা জানিয়েছে।

সম্প্রতি সন্ত্রাসী হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে নিযুক্ত ২০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা করার পর এই সতর্কতা জারি করলো মার্কিন প্রশাসন।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি ও অপর এক নেতা টুইন টাওয়ারের হামলা থেকেও ভয়াবহ হামলা চালানোর ছক আঁকছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তাছাড়া, শীর্ষ নেতাদের নির্দেশক্রমে হামলা চালাতে ইতোমধ্যে বেশ কয়েকজন আত্মঘাতী জঙ্গি রাজধানী সানায় প্রবেশ করেছে বলেও জানা গেছে।

এই সতর্কতা জারির আগে অবশ্য ইয়েমেনে নতুন করে না যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া, বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সতর্কতা পুরো আগস্ট মাসজুড়ে থাকবে।

এ দিকে, যুক্তরাষ্ট্রের এ সতর্কতার পর যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোও তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিতে পারে বলে জানা গেছে। অবশ্য, ইতোমধ্যে দূতাবাসের সকল নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর পরামর্শে রাজধানী সানাসহ পুরো ইয়েমেনজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাস্তায় রাস্তায় সেনাটহল ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।