ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দার্জিলিংয়ে সুশাসন রক্ষায় রাজ্য সরকারের নতুন পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, আগস্ট ৬, ২০১৩
দার্জিলিংয়ে সুশাসন রক্ষায় রাজ্য সরকারের নতুন পদক্ষেপ

নয়াদিল্লি: যেকোন পরিস্থিতিতে সুশাসন বজায় রাখার জন্য প্রয়োজনে কড়া সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার। এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার দার্জিলিংয়ের প্রশাসনিক কাঠামোকে আরও পোক্ত করতে সৃষ্টি করা হয়েছে ওএসডি (স্বরাষ্ট্র) নামে একটি নতুন পদ।

স্পেশাল আইজি সমতুল এই পদে দার্জিলিং আসছেন কলকাতা পুলিশের বর্তমান যুগ্ম কমিশনার সদর জাভেদ শামিম। পাশাপাশি দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার দার্জিলিং পৌঁছেছেন স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

তেলেঙ্গানা ইস্যুকে রাজনৈতিক ঢাল করে দার্জিলিংয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাগদা বনবাংলোতে অগ্নিসংযোগের পর পুলিশফাঁড়িতে অগ্নিসংযোগ, রঙ্গিত নদীর উপরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করে দেওয়া, বিজনবাড়িতে পঞ্চায়েত দফতরে আগুন লাগানোসহ বিভিন্ন পদ্ধতিতে গোর্খা সমর্থকরা হিংসাত্মক রাজনীতির পথে হাঁটছেন।

স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ‘গোর্খাল্যান্ড পারসোনেল (জিএলপি) কাজে লাগিয়ে পাহাড়ের দিকে দিকে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে। ’

এর আগে জিটিএ গঠনের পর জিএলপি বাহিনীকে পুলিশের মতো নানা প্রশিক্ষণও দেওয়া হয়েছে। গোর্খা সমর্থক সাবেক সামরিক কর্তারা এ বাহিনীকে প্রশিক্ষন দিয়েছে বলে আগে থেকেই অভিযোগ রয়েছে। এখন অভিযোগ উঠেছে, এ প্রশিক্ষিত গোর্খা বাহিনীর সাহায্যেই সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে।

স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, এই বেআইনি জিএলপি নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।