ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলাস্থ বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশন দিল রাজ্য কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশন দিল রাজ্য কংগ্রেস। মঙ্গলবার দুপুরে ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমানের হাতে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেন রাজ্য কংগ্রেস নেতারা।



কংগ্রেস নেতৃবৃন্দ জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এ স্মারিকলিপি দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে কিছু আদিবাসী আক্রান্ত হয়ে ত্রিপুরার ভেতর আশ্রয় নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার তাদের বুঝিয়ে আবার ফেরত নিয়ে যায়।

এ ইস্যুতেই মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশন দিল। প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চারটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল- চট্টগ্রামের আদিবাসী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের নিজ বাসভূমে থাকার নিশ্চয়তা দেওয়া, আদিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।

মঙ্গলবার সকাল থেকে ত্রিপুরার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা বাংলাদেশ ভিসা অফিসের সামনে জড়ো হতে থাকেন। এসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মণ, বিধায়ক আশিস সাহা, দেবব্রত কলই প্রমুখ।

মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মণ জানান, বাংলাদেশের সাথে ভারত এবং ত্রিপুরার সম্পর্ক খুবই ভালো। তাছাড়া চট্টগ্রামের আদিবাসীদের সাথে ত্রিপুরার আদিবাসীদের কোন প্রভেদ নেই। তারা নিজেদের মধ্যে একাত্মতা বোধ করে। ফলে বাংলাদেশে আদিবাসীরা আক্রান্ত হলে এ আঘাত ত্রিপুরার আদিবাসীদেরও লাগে। বাংলাদেশের এ মানুষগুলির নিয়ে যেন ওই দেশের সরকার মানবিকভাবে বিষয়টি ভাবে, সে জন্যই এ ডেপুটেশন দেওয়া হয়েছে।

এদিকে ডেপুটেশন গ্রহণ করে বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান জানান, বাংলাদেশের বর্তমান সরকার দেশের সব অংশের মানুষের জীবনমান রক্ষায় তৎপর। কোন অংশের মানুষ যাতে অন্যের দ্বারা নির্যাতিত না হয় তা সব সময়ই নজরে রাখছে সরকার। বাংলাদেশ সরকার চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। এ ব্যাপারে উদ্বেগের কোন কারণ নেই।

এদিকে কংগ্রেস নেতৃত্বের ডেপুটেশন দেওয়ার সময় অফিসের বাইরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।