ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিরোশিমা দিবসে শান্তি প্রতিষ্ঠার শপথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, আগস্ট ৬, ২০১৩
হিরোশিমা দিবসে শান্তি প্রতিষ্ঠার শপথ

ঢাকা: ভয়াল হিরোশিমা দিবস মঙ্গলবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট অর্থাৎ আজকের এই দিনে জাপানের ঘুমন্ত হিরোশিমা নগরীতে বিধ্বংসী পরমাণু বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুদ্ধবিমান।

তার তিন দিন পরই অর্থাত্‍ ৯ আগস্ট পরমাণু বোমা ফেলা হয় নাগাসাকি শহরে।

মার্কিন সেনাবাহিনীর ওই ভয়াবহ হামলার পরই আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপান ও অক্ষশক্তি। সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

সমাপ্তি ঘটলেও হিরোশিমা ও নাগাসাকির ওপর উপর্যুপরি এই বোমা হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দু’লক্ষ মানুষ প্রাণ হারায়, পারমাণবিক তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে প্রাণ হারায় আরও বহু মানুষ। আর যুদ্ধ ও বোমা হামলার অভিশাপ নিয়ে পঙ্গুত্ব বরণ করে লাখো মানুষ। সেই পারমাণবিক বোমা হামলার তেজস্ক্রিয়তার অভিশাপ নিয়ে বিশ্বযুদ্ধের বহু বছর পরও অনেক জাপানি শিশু বিকৃত হয়ে জন্ম নেয়।

১৯৪৫ সালের সেই ভয়াবহ দিনকে স্মরণ করে মঙ্গলবার সারা বিশ্বে হিরোশিমা দিবস পালন করা হয় যুদ্ধ এবং পরমাণু বোমা হামলা-বিরোধী দিন হিসেবে। হিরোশিমার ভয়াবহতাকে স্মরণ করে শান্তি প্রতিষ্ঠার শপথে বলিয়ান হয়ে ওঠে বিশ্বের শান্তিকামী মানুষরা।

জাপানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হিরোশিমার হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছে শোকার্ত জাপানিরা। আজকের এই দিনে ফের যুদ্ধবিরোধী এবং শান্তিকামী শ্লোগান ওঠেছে জাপানি নাগরিকদের মুখ থেকে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।