ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথক রাজ্যের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
পৃথক রাজ্যের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নয়াদিল্লি: কার্বি আংলংয়ে কারফিউ, ডিমা হাসাওয়ে হরতাল, নামনি অসমে ১৫০০ ঘণ্টা হরতাল। পৃথক রাজ্যের দাবিতে আসামের বিভিন্ন প্রান্তের ছবিটা মঙ্গলবার এমনই ছিল।



এ পরিস্থিতিতে আলাদা রাজ্যে দাবি নিয়ে দিল্লি পৌঁছাল ‘কার্বি স্বায়ত্ত্বশাসিত পরিষদ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়রাম এংলেং এবং ‘ডিমা হাসাও স্বায়ত্ত্বশাসিত পরিষদ’-এর মুখ্য কার্যনির্বাহী কংগ্রেস নেতা দেবজিৎ থাওসেন। পরিষদীয় সংসদ্যরাও তাদের সঙ্গে রয়েছেন।

দু’টি জেলার সমস্ত সাংসদ এবং বিধায়কও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে কার্বি আংলং ও ডিমা হাসাও রাজ্যের দাবি জানানো হবে। এ দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।