আগরতলা (ত্রিপুরা): প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যে ২৪ ঘণ্টার বিশেষ পরিসেবা চালু হয়েছে। মঙ্গলবার রাজ্যের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এর উদ্বোধন করেন।
রাজ্য মহাকরণের ঠিক পেছনেই গড়ে উঠেছে দুর্যোগ মোকাবিলার এই ভবন। এখান থেকে ২৪ ঘণ্টা আবহাওয়া সংক্রান্ত সব বিষয় মনিটর করা হবে। দুর্যোগ মোকাবিলায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্যোগ মোকাবেলা করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, তাও জানানো হবে এই ভবন থেকেই। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি নেয়া হবে।
ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাদল চৌধুরী বলেন, ‘সবাই সচেতন হোক এটাই আমরা চাই। ’
প্রসঙ্গত, ত্রিপুরা একটি প্রবল ভূমিকম্পপ্রবণ এলাকা। কয়েক বছর ধরেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রচারাভিযান এবং প্রস্তুতি চলচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস